নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারের পাশে এনসিপি নেতারা
সম্প্রতি নোয়াখালীর কবিরহাট–বসুরহাট সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ছয়জন নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসে।
নিহত পরিবারের দুঃখ ভাগ করে নিতে এবং তাদের পাশে দাঁড়াতে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক নফিউল ইসলাম এবং কোম্পানীগঞ্জের সংগঠক মামুন নায়, কবিরহাট উপজেলা সংগঠক আবআবদুল্লাহ আল মামুন সহ স্থানীয়দের নেতৃত্বে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার নেতৃবৃন্দ পৌরসভা মিলনায়তনে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় নেতারা পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন শারাফতিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শহীদ উল্লাহ। সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিহত পরিবারের সদস্যদের সরকারি অনুদান প্রাপ্তির প্রাথমিক কাগজপত্র পূরণ করে সহায়তা করা হয়। এছাড়া দলের পক্ষ থেকে একজন নেতাকে সরকারি অনুদান প্রাপ্তি পর্যন্ত পরিবারগুলোর পাশে থেকে সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়।পরিবারগুলোকে আশ্বাস দেন, তারা একা নন, সমাজ, সংগঠন ও শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে।














