০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সোনাইমুড়ীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার অপর এক ছাত্রকে আটক করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে অভিযুক্ত আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০-১৫ দিন আগে দুই ছাত্রের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে বিরোধ হয়। মাদ্রাসার শিক্ষক প্রথমে বিষয়টি মিটমাট করলেও, পরে ছায়েদ ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করে। রাত আড়াইটার দিকে ছায়েদ ঘুমিয়ে থাকা অবস্থায় নাজিমকে জবাই করে। নাজিমের কণ্ঠস্বর শুনে একই কক্ষে থাকা ছাত্র ও শিক্ষক ঘুম থেকে উঠে এই ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার আলম ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ভোরেই ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৮

সোনাইমুড়ীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

আপডেট: ০৫:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার অপর এক ছাত্রকে আটক করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে অভিযুক্ত আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০-১৫ দিন আগে দুই ছাত্রের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে বিরোধ হয়। মাদ্রাসার শিক্ষক প্রথমে বিষয়টি মিটমাট করলেও, পরে ছায়েদ ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করে। রাত আড়াইটার দিকে ছায়েদ ঘুমিয়ে থাকা অবস্থায় নাজিমকে জবাই করে। নাজিমের কণ্ঠস্বর শুনে একই কক্ষে থাকা ছাত্র ও শিক্ষক ঘুম থেকে উঠে এই ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার আলম ওসি মোহাম্মদ খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ভোরেই ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।