মামলা থেকে অব্যাহতি পেল মির্জা ফখরুল–আব্বাসসহ ১৬৩ বিএনপি নেতাকর্মী
রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬৩ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জুয়েল।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে পল্টন, রমনা ও শাহবাগ এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা করা হয়। রমনা থানার মামলায় বিএনপি মহাসচিবসহ ৫৯ জন এবং শাহবাগ থানার মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছিল।
তদন্ত শেষে পুলিশ দুটি মামলায়ই সকল আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে তাদের দায় থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, সুলতান সালাহ উদ্দিন টুকুসহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা।




















