ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত, পাল্টা অভিযানে উত্তপ্ত ভারত–পাকিস্তান সীমান্ত
ভারতের আম্বালা বিমানঘাঁটিতে রাফাল যুদ্ধবিমান। ১০ সেপ্টেম্বর ২০২০ছবি: রয়টার্স
📍ইসলামাবাদ/নয়াদিল্লি | ৭ মে ২০২৫
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভূপাতিত যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি রাফাল, একটি রাশিয়ান সু-৩০ এবং একটি মিগ-২৯। ঘটনাটি দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনাকে সরাসরি সামরিক সংঘাতে পরিণত করেছে।
🎯 ভারতীয় হামলার প্রতিশোধে পাল্টা হামলা
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, গতকাল মধ্যরাতে ভারতের পক্ষ থেকে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
তিনি আরও জানান, ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এবং তখনই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।
✈️ আধুনিক যুদ্ধবিমান রাফালও নিশানায়
পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতীয় বিমানবহরের নতুন সংযোজিত ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সম্প্রতি ফ্রান্সের সঙ্গে ২৬টি নতুন রাফাল কেনার ৭৪০ কোটি ডলারের চুক্তি করেছে, যা ভারতের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ছিল।
🛰️ ড্রোন, সামরিক ফাঁড়ি ধ্বংসের দাবি
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শুধু যুদ্ধবিমানই নয়, ভারতীয় বেশ কয়েকটি ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক সামরিক ফাঁড়িও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, “এই আগ্রাসনকে আমরা নিরুত্তর থাকতে দেব না।”
🔥 ভারতের পাল্টা অভিযানের ঘোষণা: ‘অপারেশন সিঁদুর’
ভারত সরকারের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান শুরু করেছে যার নাম ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারত দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ঘাঁটি, পাকিস্তানি সামরিক স্থাপনা নয়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি গোলাবর্ষণে তিনজন ভারতীয় নিহত হয়েছেন।
🌍 আন্তর্জাতিক উদ্বেগ
এই যুদ্ধাবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “লজ্জাজনক সামরিক সংঘাত” বলে অভিহিত করেছেন। তিনি উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
🔎 পটভূমি: পেহেলগামে হামলা ও উত্তেজনার সূচনা
এ সংঘাতের সূচনা হয় ২২ এপ্রিল, যখন ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছিল, যার ফলশ্রুতিতে পরিস্থিতি আজ সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে।
তথ্যসূত্র: আইএসপিআর, রয়টার্স, বিবিসি, ব্লুমবার্গ