ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল, বাংলাদেশ–নেপাল–ভুটান স্থলপথ বাণিজ্যে প্রভাব
ঢাকা, ৬ এপ্রিল ২০২৫:
বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে স্থলপথে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)। এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য এখন আপাতত ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে স্থলপথে যেতে পারবে না।
মঙ্গলবার (৫ এপ্রিল) CBIC-এর ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২০ সালের ২৯ জুনের আদেশ অনুসারে যেসব শর্তে ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু ছিল, তা এখন বাতিল করা হয়েছে। নতুন আদেশে বলা হয়েছে, এই সুবিধা বাতিল হওয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য বন্দর বা বিমানবন্দরে পৌঁছানোর যে সুযোগ ছিল, সেটি আর বহাল থাকছে না।
তবে যেসব পণ্যবোঝাই ট্রাক বা যানবাহন ইতিমধ্যে ভারতের ভেতরে রয়েছে, সেগুলো দ্রুত ভারতের সীমান্ত অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় বাণিজ্যে ভারতীয় ভূখণ্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্য স্থলপথে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যায়। এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সীমান্ত শুল্ক স্টেশন ব্যবহার করে ট্রাক বা যানবাহন পরিবর্তন করে গন্তব্যে পণ্য পাঠানো হয়।
বিশ্লেষকদের মতে, ভারতের এ সিদ্ধান্ত সাময়িকভাবে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যেসব পণ্য নেপাল ও ভুটানে রপ্তানি হচ্ছিল। তবে এখনো বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।