০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, স্বস্তির ঈদযাত্রা

ডেস্ক নিউজ

স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করলেও টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তেমন যানজট নেই। আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ছবি: প্রথম আলো সৌজন্য 

ঢাকা: ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে আশার কথা, চাপ বাড়লেও কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত যাত্রীরা স্বচ্ছন্দেই যমুনা সেতু পার হচ্ছিলেন।

যানবাহনের সংখ্যা বৃদ্ধি, টোল আদায়ও বেড়েছে

যমুনা সেতু টোল প্লাজার সূত্র জানায়, সাধারণ দিনে যেখানে গড়ে ১৮ হাজার যানবাহন সেতু পার হয়, সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৪ হাজার ৫৩৩টি বেশি। এ সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গে ১৮ হাজার ২৩৯টি যানবাহন প্রবেশ করেছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। অপরদিকে, পশ্চিম প্রান্ত থেকে ঢাকার দিকে গিয়েছে ১৫ হাজার ৫২৭টি যানবাহন, যেখানে টোল আদায়ের পরিমাণ ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

সড়কে স্বস্তির যাত্রা, যানজটমুক্ত মহাসড়ক

আজ সকাল ১০টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও যানজট দেখা যায়নি।

রাজশাহীগামী ব্যক্তিগত গাড়ির চালক জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা থেকে সকাল সাড়ে সাতটায় রওনা হয়ে পৌনে তিন ঘণ্টায় এলেঙ্গায় পৌঁছেছি। কোনো যানজটে পড়তে হয়নি।”

যানজট নিরসনে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট এড়াতে সেতুর উভয় প্রান্তে ৯টি করে মোট ১৮টি লেনে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য পৃথক টোল লেন চালু রাখা হয়েছে, যাতে যান চলাচল দ্রুত ও নির্বিঘ্ন থাকে।

যাত্রীরা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতেও মহাসড়কে এই স্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, স্বস্তির ঈদযাত্রা

আপডেট: ০১:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করলেও টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তেমন যানজট নেই। আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় ছবি: প্রথম আলো সৌজন্য 

ঢাকা: ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে আশার কথা, চাপ বাড়লেও কোথাও তীব্র যানজটের সৃষ্টি হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত যাত্রীরা স্বচ্ছন্দেই যমুনা সেতু পার হচ্ছিলেন।

যানবাহনের সংখ্যা বৃদ্ধি, টোল আদায়ও বেড়েছে

যমুনা সেতু টোল প্লাজার সূত্র জানায়, সাধারণ দিনে যেখানে গড়ে ১৮ হাজার যানবাহন সেতু পার হয়, সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৪ হাজার ৫৩৩টি বেশি। এ সময়ের মধ্যে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গে ১৮ হাজার ২৩৯টি যানবাহন প্রবেশ করেছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। অপরদিকে, পশ্চিম প্রান্ত থেকে ঢাকার দিকে গিয়েছে ১৫ হাজার ৫২৭টি যানবাহন, যেখানে টোল আদায়ের পরিমাণ ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

সড়কে স্বস্তির যাত্রা, যানজটমুক্ত মহাসড়ক

আজ সকাল ১০টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও যানজট দেখা যায়নি।

রাজশাহীগামী ব্যক্তিগত গাড়ির চালক জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা থেকে সকাল সাড়ে সাতটায় রওনা হয়ে পৌনে তিন ঘণ্টায় এলেঙ্গায় পৌঁছেছি। কোনো যানজটে পড়তে হয়নি।”

যানজট নিরসনে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট এড়াতে সেতুর উভয় প্রান্তে ৯টি করে মোট ১৮টি লেনে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য পৃথক টোল লেন চালু রাখা হয়েছে, যাতে যান চলাচল দ্রুত ও নির্বিঘ্ন থাকে।

যাত্রীরা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতেও মহাসড়কে এই স্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।