বিসিবি পরিচালনা পর্ষদে নতুন পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। সোমবার রাতে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রুবাবা দৌলা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন।
ক্রীড়াঙ্গনে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৯–২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।
রুবাবা দৌলা ১৯৯৮–২০০৯ সালের মধ্যে একটি শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ ছিলেন এবং বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছেন।















