শিরোনাম:

  বেনাপোল আইসিপি দিয়ে স্বদেশে ফেরত এসেছে রুমা ও শিশুপুত্র মিকাইল   ভারত থেকে আমদানির পরও কমেনি পেঁয়াজের দাম, বাজারে কেজি ১৪০-১৫০ টাকা   ইনকিলাব মঞ্চের হাদিকে গুলির ঘটনা যারা নির্বাচন চায় না, তারাই ঘটিয়েছে: সালাহউদ্দিন   মার্কিন ডলার দুর্বল হওয়ার প্রেক্ষাপটে এশীয় মুদ্রার মানে শক্তিশালী প্রবৃদ্ধি সম্ভাবনা   এখনো নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ভবনে লাগা আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট   যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল   ১৪ বছর পর কলকাতায় ফুটবল মহাতারকা মেসি, উচ্ছ্বাসে ভাসল বিমানবন্দর   পঞ্চগড়ে বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে এক অঙ্কে   গুলিবিদ্ধ হাদি আইসিইউতে, অপরদিকে বাড়িতে গ্রামের চুরি   বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত কিশোর “ইমন” আর নেই   যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে কিশোর পালিয়েছে   সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
আজ, সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৫২

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

 

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট থেকে নেওয়া

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট থেকে নেওয়া

 

আজ শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনূস-মোদি বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব তথ্য জানান। থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিক্রম মিশ্রি বক্তব্য দেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন। নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। তিনি বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের আকাঙ্ক্ষার ওপর জোর দিয়েছেন।

# সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ জানিয়েছেন নরেন্দ্র মোদি # গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যাশা জানিয়েছেন তিনি # যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মিত অন্তর্ভক্তিমূলক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী

বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) আহ্বান জানিয়েছেন… যে, পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম।’

তিনি জানান, সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ, বিশেষ করে রাতে সীমান্ত অতিক্রম ঠেকানো সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত ও বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনা এবং এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

শেয়ার করুন


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।